09613-33 00 33

 info@meghnalife.com

Find Us:

Loko Bima

পরিকল্প নং: ২০৬ - মেঘনা স্পেশাল ডিপোজিট পেনশন স্কীম - বোনাসযুক্ত

'মেঘনা স্পেশাল ডিপোসিট পেনশন স্কীম' মূলধন গঠন, অবসর জীবনে স্বাচ্ছন্দ্য এবং বীমাগ্রাহকের জরুরী প্রয়োজন মেটাতে সহায়তা করে। বীমা চলাকালীন সময়ে বীমার আংশিক অর্থ পরিশোধ করা হয়। বীমাগ্রাহকের অকাল মৃত্যুতে বীমার পুরো টাকা নমিনীকে পরিশোধ করার নিশ্চয়তা রয়েছে।

এই স্কীমের অধীনে বীমা পলিসি ইউনিট ভিত্তিতে গ্রহণ করা যায়। প্রতি ইউনিট বীমা পলিসির জন্য বীমা অংকের পরিমাণ ১২,০০০ টাকা এবং মাসিক প্রিমিয়াম কিস্তি ১০০ টাকা। বীমা পলিসিরি মেয়াদ ১২ বছর এবং মেয়াদ পূর্তিকালীন বয়স হবে সর্ব্বোচ্চ ৫৫ বছর।

স্কীম অনুযায়ী পলিসি চালু থাকা স্বাপেক্ষে অর্ধেক মেয়াদ শেষে (৬ বছর পর) বীমা অংকের ২৫% অর্থ বীমাগ্রাহককে ফেরত প্রদান করা হবে। পুরো মেয়াদ শেষ হলে বীমা অংকের বাকি ৭৫% অর্থ এবং অর্জিত বোনাস প্রদান করা হয়।

৬ বছর শেষে বীমা অংকের ২৫% অর্থ তুলে নেবার পরও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে নমিনিকে পুরো বীমা অংক এবং অর্জিত বোনাস প্রদান করা হবে।

পরিকল্প নং: ২০২ - শিশু কল্যাণ বীমা

এই পরিকল্পের অধীনে বীমার পলিসি যৌথভাবে প্রিমিয়ামদাতা এবং শিশুর জীবনের উপর গ্রহণ করা যায়। প্রিমিয়ামদাতা অবশ্যই  শিশুর পিতা হবেন। পিতার অবর্তমানে শিশুর মাতা উপার্জনক্ষম হলে তিনি প্রিমিয়ামদাতা হতে পারেন। পলিসি গ্রহণের সময় শিশুর বয়স হতে হবে সর্বোচ্চ ১৫ বছর এবং সর্বনিম্ন ১২ মাস। মেয়াদ পূর্তিকালীন শিশুর বয়স ৩০ বছরের বেশী হবে না।

বৈশিষ্ট এবং প্রাপ্য সুবিধাদি:

 • বীমা অংক সর্বনিম্ন ৫,০০০/= টাকা থেকে উর্ধ্বে ৫০,০০০/= টাকা পর্যন্ত হতে পারবে
 • সাধারণত ১০ বা ১৫ বছর মেয়াদী পলিসি গ্রহণ করা যায়।
 • বীমা চলাকালীন সময়ে প্রিমিয়ামদাতার অকাল মৃত্যুতে আর কোন প্রিমিয়াম দিতে হবে না। সেক্ষেত্রে নিম্নলিখিত সুবিধাদি পাওয়া যাবে:
  ১. পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সহায়ক বৃত্তি হিসেবে প্রতি মাসে মূল বীমা অংকের শতকরা ১ ভাগ অর্থের সংস্থান।
  ২. মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পুরো বীমা অংক প্রদান।
 • যদি মেয়াদপুর্তীর পূর্বেই শিশুর অকাল মৃত্যু হয় তবে নিম্নোক্ত সিডিউল অনুযায়ী বীমার টাকা প্রদান করা হবে:
    শিশুটির মৃত্যুকালে পলিসির মেয়াদকাল   প্রদেয় সুবিধা
    ৬ মাসের বেশী নয় মুল বীমা অংকের ২৫%
    ৬ মাসের বেশী কিন্তু ১২ মাসের বেশী নয়   মুল বীমা অংকের ৫০%
    ১২ মাসের বেশী কিন্তু ২৪ মাসের বেশী নয়   মুল বীমা অংকের ৭৫%
    ২৪ মাসের বেশী মুল বীমা অংকের ১০০%
 • যদি প্রিমিয়ামদাতা এবং শিশু মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকে তবে অর্জিত বোনাসসহ মূল বীমা অংক প্রদান করা হবে। 

পরিকল্প নং: ২০৪ - একক প্রিমিয়াম প্রদান পদ্ধতি

এদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লি: এর লোকবীমা প্রকল্প এই বীমা পরিকল্প গ্রহণ করেছে। এটি একটি ব্যতিক্রমধর্মী বীমা পরিকল্প। ছেলেমেয়েদের লেখাপড়া, বিয়ে এবং বৃদ্ধ বয়সে নিজেদের আর্থিক অবস্থা পরিবর্তনের লক্ষ্যে এই পরিকল্পে পলিসি গ্রহণ করা যায়।

বৈশিষ্ট ও সুবিধাদি:

 • বীমাঅংক সর্বনিম্ন ৫,০০০/= টাকা এবং সর্বোচ্চ ৫০,০০০/= টাকা।
 • বীমার মেয়াদ ১০ বছর
 • বীমাবৃতের বয়স ১‌৮-৪০ বছর।
 • পলিসি শুরুতেই প্রিমিয়াম একবারেই প্রদান করতে হবে।
 • পলিসি শুরু থেকে মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে নমিনীকে অথবা মেয়াদ শেষে বীমা গ্রাহককে বীমাঅংকের দ্বিগুণ প্রদান করা হয়।
 • এই পরিকল্পে মাসিক, ষান্মাসিক বা বার্ষিক পদ্ধতিতে প্রিমিয়াম প্রদানের ঝামেলা নেই বলে সকলের জন্য এটি একটি চমৎকার বীমা পরিকল্প ও বিনিয়োগও বটে।